• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার- ১৯

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

রংপুর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আরএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড ডিবি) আলতাব হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতায়ালি থানায় সাতজন, তাজহাট থানায় তিনজন, মাহিগঞ্জ থানায় একজন, হারাগাছ থানায় তিনজন ও পরশুরাম থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ঘাঘট এলাকা থেকে ৫০টি ইয়াবাসহ হাবিবুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া পরশুরাম থানার সোডাপির এলাকা থেকে ইয়াবাসহ পারভেজ মিয়া নামে আরেকজনকে আটক করা হয়।

অপরদিকে হারাগাছ থানার সারাই থেকে ৭০ হাজার জাল ব্যান্ডরোলসহ শরীফুল ইসলাম ও রিপন মিয়াকে আটক করা হয়

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –