• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে বিমানবন্দর নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

বরিশালে শেখ হাসিনা সেনানিবাস স্থাপনের কাজ দ্রুতগতিতে শেষের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সারা দেশে মহিলা ক্যাডেট কলেজের সংখ্যা বৃদ্ধি, লালমনিরহাটে একটি বিমানবন্দর ও শাহীন স্কুল স্থাপনের সুপারিশ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি আগামী বৈঠকে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা এবং মিয়ানমার ও বাংলাদেশের চলমান সর্ম্পক নিয়ে আলোচনার জন্য প্রস্তাব দেয়। বৈঠকে যে সব অঞ্চলে সামরিক বাহিনী কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয় সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে পরামর্শ দেয়া হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সেনা, নৌ ও বিমান বাহিনী, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –