• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শুরু হয়েছে সরাসরি পঞ্চগড় টু ঢাকা রেল চলাচল

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

শুরু হয়েছে সরাসরি পঞ্চগড় টু ঢাকা রেল চলাচল, এর মাধ্যমে বহুদিনের কাঙ্খিত স্বপ্ন পরন হয়েছে পঞ্চগড়বাসির। 

দেশের সর্বত্তরের জেলা পঞ্চগড়। এ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন  ছিলো সরাসরি পঞ্চগড় টু ঢাকা রেল যোগাযোগ ব্যাবস্থা। সড়ক পথে ঢাকা যাতায়াতের ব্যাবস্থা থাকলেও রেলপথ ছিল বিচ্ছিন্ন।  তাই বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হয়েছে রেল চলাচল ব্যাবস্থা গত ১০ নভেম্বর পঞ্চগড় টু ঢাকা, ট্রেন চলাচলের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন রেলওয়ে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ। উদ্বোধনের দিন থেকেই  সরাসরি ট্রেনে করে ঢাকা যাচ্ছে ট্রেন প্রেমী যাত্রীরা। ফলে দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পুরন হযেছে পঞ্চগড়বাসির। 
এর আগে পঞ্চগড়- টু দিনাজপুর, দিনাজপুর টু ঢাকা, এভাবেই ভেঙ্গে ভেঙ্গে রেল পথে যাতায়াত করতো পঞ্চগড়ের মানুষ গুলো। এতে করে নানা ভোগান্তিতে পড়তে হতো ঢাকা গামী যাত্রীদের। রেল যাতায়াত ঝুঁকিহীন আরামদায়ক  হওয়ায় সাচ্ছন্দ্যে ভ্রমনে আগ্রহী এ জেলার যাত্রীরা। তাই জেলা বাসির দীর্ঘদিনের  দাবি ছিলো সরাসরি ঢাকা যাওয়ার ট্রেন চলাচল ব্যাবস্থা। পঞ্চগড়বাসির দাবি পুরনের লক্ষে ২০১৩ সালে ৩১ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়ে এক জনসভায়  এসে কয়েকটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন, এর মধ্যে ছিলো ট্রেন যোগাযোগ ব্যাবস্থা । সরকারের উন্নয়নের কার্যক্রম বাস্তবায়নে পঞ্চগড় টু পার্ববতীপুর ইন্টারসিটি রেল যোগাযোগের মিটারগেইজ লাইনটি ব্রজগেইজ লাইনে রূপান্তর করে রেল মন্ত্রনালয়। তারই ধারাবাহিকতায়  সরাসরি না হলেও,  গত ১৭ জুন ২০১৭ রেলমন্ত্রী মজিবুল হক পঞ্চগড় টু ঢাকা, ভায়া দিনাজপুর পর্যন্ত দুইটি শাটল ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আবার তারই আশ্বাসে এক বছর পর হলেও চালু হয়েছে সরাসরি পঞ্চগড়- ঢাকা আন্তনগর দুইটি ট্রেন, দ্রুতযান ও একতা এক্সেপ্রেস। তাই দির্ঘদিন পরে হলেও পঞ্চগড় বাসির প্রানের দাবি পুরন হয়েছে বলে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলা সর্বস্তরের মানুষ। পঞ্চগড় রেলওয়ে কতৃপক্ষ জানায়,পঞ্চগড় টু ঢাকা প্রতিদিন দুইটি ট্রেন চলাচল করবে।
পঞ্চগড় রেল কতৃপক্ষ সুত্রে যানাযায়, সকাল ৭.২০মিঃ আন্তঃনগড় ট্রেন  দ্রতযান এবং রাত ৯টায় একতা এক্সপ্রেস নিয়মিত পঞ্চগড় থেকে সরাসরি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –