• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সাকিবের সাফল্য শুরুতেই

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পেয়েছে। সাকিবের বলে আক্রমণ করতে গিয়ে রুবেলের হাতে ধরা পড়েছেন কিরন পাওয়েল। এই প্রতিবেদক লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে ২৯ রানে ১ উইকেট।

আজকের ম্যাচের মধ্যে দিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এই ম্যাচের মাধ্যমে ব্যক্তিগত ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন মাশরাফি।

এছাড়া এশিয়া কাপের ইনজুরির পর মাঠে নামলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। মোহাম্মদ মিথুন, নাজমুল অপু, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক বাদ পড়েছেন।

দলে ঢুকেছেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ ও রুবেল হোসেন। তামিম, ইমরুল, সৌম্য ও লিটন দাস। চার ওপেনারের কোন তিনজন খেলবেন তা আলোচনার বিষয় হলেও চারজনই সুযোগ পাচ্ছেন।

উইন্ডিজ একাদশ: কিরন পাওয়েল, শাই হোপস, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোভম্যান পাওয়েল, রোস্তন চেজ, কিমো পল, দেবন্দ্র বিশু, কেমার রোচ, ওশানে থমাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –