• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সিরাজগঞ্জে অভিবাসন ফোরামের কর্মশালা অনুষ্টিত

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

সিরাজগঞ্জে সোমবার সকালে ‘জেনে শুনে করলে গমন, নিরাপদ হবে প্রবাস জীবন’ এই স্লোগানকে সামনে রেখে অভিবাসন ফোরামের দিনব্যাপী কর্মশালা হয়েছে।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন, এসিডির প্রকল্প সমন্বয়কারী আবদুল জলিল খান, ব্র্যাক মাইগ্রেশন প্রগ্রামের আরএসসি ম্যানেজার আব্দুল মাজেদ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আখলাখুর রহমান, জনশক্তি জরিপ অফিসার আব্দুল মান্নান, জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তা মতিউর রহমান ও এসিডির কাউন্সিলর মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে চাইলে, দালালের দৌরাত্ব বন্ধ করতে হবে, অভিবাসন ব্যয় কমাতে হবে, জেলায় জেলায় রিকুটিং এজেন্সি অফিস খুলতে হবে এবং ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে হবে। নারী অভিবাসনের ক্ষেত্রে প্রশিক্ষণ ব্যাধ্যতামূলক করতে হবে। বক্তারা আরো বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সম্পর্ক উন্নয়নের মাধ্যমে অনিরাপদ অভিবাসন রোধ করা সম্ভব।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –