• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হাঁটুর চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ফখর

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২  

পুনরায় হাটুর চোটের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ফখর জামানের। ফলে আজকের বাঁচা-মরার লড়াইয়ে আজ দ. আফ্রিকার বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে না। এমনকি বাংলাদেশে বিপক্ষে শেষ ম্যাচেও থাকছেন না তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলে স্পিনার উসমান কাদিরের স্থলাভিষিক্ত করা হয় ফখর জামানকে। তখন তিনি হাটুর চোটের কারণে পুনর্বাসনে ছিলেন। কিন্তু এই ব্যাটসম্যানকে দলে ফিরিয়ে ঝুঁকি নেওয়া হয়েছে বলে স্বীকার করে টিম ম্যানেজমেন্ট।

হাঁটুর ইনজুরি নিয়েই অস্ট্রেলিয়া যান ফখর। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে না খেললেও নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম জয়ের ম্যাচে ফিরে ১৬ বলে করেন ২০ রান। সেই ইনিংস খেলার পথে হাঁটুর সমস্যা আরও বেড়ে গেছে। 

ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় থাকা মোহাম্মদ হারিসকে ফখরের স্থলাভিষিক্ত হিসেবে দলে নেওয়ার অনুমতি দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি। 

এই ব্যাটসম্যানের অনুপস্থিতিতে একাদশে সুযোগ হতে পারে আসিফ আলীর, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর সাইডবেঞ্চে ছিলেন আসিফ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –