• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

হাতীবান্ধা হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত: ৯ আগস্ট ২০১৯  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়, মঙ্গলবার দুপুরে ফরাদ হোসেন (১৮) নামের একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফরাদ হোসেন উপজেলার খোদ্দ বিছনদই গ্রামের দবিয়ারের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে রোগীর এক নিকট আত্মীয়ের কাছে জানা গেছে, ফরাদ হোসেন কিছুদিন আগে ঢাকায় তার বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে সে জ্বর নিয়ে বাড়িতে আসে। মঙ্গলবার (৬ আগস্ট) তাকে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু রোগ হয়েছে জানিয়ে ভর্তি করে নেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী বলেন, ‘রোগীর সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু রোগ নিশ্চিত হয়ে তাকে ভর্তি করানো হয়েছে।’

এসময়ে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন রোগীকে দেখতে তাৎক্ষনিকভাবে হাসপাতালে যান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –