– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

পঞ্চগড়ে কমেছে ডেঙ্গুর প্রকোপ, নতুন আক্রান্ত শূন্য

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

গত কয়েকদিন পঞ্চগড়ে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেলেও ফের কমেছে ডেঙ্গুর প্রকোপ। সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়নি। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ফারহান হোসেন বলেন, আমরা রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। একইসঙ্গে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –