• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

পঞ্চগড়ে কমেছে ডেঙ্গুর প্রকোপ, নতুন আক্রান্ত শূন্য

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩  

গত কয়েকদিন পঞ্চগড়ে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেলেও ফের কমেছে ডেঙ্গুর প্রকোপ। সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়নি। তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ফারহান হোসেন বলেন, আমরা রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। একইসঙ্গে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –