• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে মুষুলধারে বৃষ্টি, জনদুর্ভোগ চরমে 

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

মাঘ মাস পেরিয়ে চলতি ফাল্গুন মাসে শুরু হয়েছে মেঘলা আকাশ আর বৃষ্টি। দিনাজপুরের বীরগঞ্জে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি একপর্যায় ভারি বর্ষন ঝড়ছে। বৃষ্টির কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। 

এদিকে খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষ ও গবাদিপশু দুর্ভোগে পড়ছে। দুইদিন ধরে বীরগঞ্জের আকাশ মেঘলা থাকার পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। এতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। পৌরশহরের শ্রমজীবী, ভ্যানচালক, রিক্সাচালক ও শ্রমিকরা বেকায়দায় পড়েছেন। বিরতিহীন বৃষ্টির কারণে অসংখ্য গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

রিক্সা চালক মানিক চন্দ্র রায় বলেন, সকালে মেঘ দেখে রিক্সা নিয়ে বাহির হয়েছি। ঘণ্টাখানিক পর মুষুলধারে বৃষ্টি শুরু হয়। কোন রেইনকোট বা ছাতা আনা হয়নি। বৃষ্টিত ভিজেই যাত্রী তুলছি। প্রচন্ড বাতাসে শরীর অকেজো হয়ে আসছে। কিছু করার নেই কারণ পরিবার পরিজনদের সকল চাহিদা পূরণ করতে হবে।

পৌরশহরে ফুটপাথে খোলা আকাশের নিচে দোকান দেওয়া একজন ফল ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা বলেন, মাথা উপর কোন ছাদ নেই। বৃষ্টির পানিতে ভিজে দোকানে বেচাকেনা করেছি। কোন উপায় নেই, ছেলে-মেয়েদের মুখের আহার জোগার করতে হবে। আমরা গরীব মানুষ, ঝড় বৃষ্টি ও শীত আমাদের কিছুই করার থাকেনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –