• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

সর্বজনীন পেনশন স্কিম মেলা উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩ মে ২০২৪  

 
সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন এবং জোরদার করণের লক্ষ্যে রংপুরে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার জাকির হোসেন জানান, আগামী ৫ মে রংপুর জিলা স্কুল মাঠে দিনব্যাপী বিভাগীয় পেনশন মেলা অনুষ্ঠিত হবে। 

এতে বিভাগের ৮ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিভাগের সরকারি ও বেসরকারি দপ্তর এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১২৩টি স্টল থাকবে। যেখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে কোন ব্যক্তি ব্যাংক এ্যাকাউন্ট খুলে পেনশন স্কিম চালু করতে পারবেন। এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মেলা উদ্বোধনের পর সকাল ১১টায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে পেনশন স্কিমের নির্বাহী চেয়ারমান কবিরুল ইজদানী খান, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী। এতে রংপুর বিভাগের বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, শিক্ষকরা অংশ নেবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, টিসিএসের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। এর আগে দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম মেলা উপলক্ষে দিনব্যাপী মেলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –