• সোমবার ২৯ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১৪ ১৪৩১

  • || ২১ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, ভাঙচুর-অগ্নিসংযোগে পরিবহন খাতে ক্ষতি ১০ হাজার কোটি টাকা। যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, নতুন সরকারের ঘোষণা। প্রধানমন্ত্রীর সাথে আবু সাঈদের পরিবারের আলাপ।

কুড়িগ্রামে আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল বিজয়ী

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০  

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১৫টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। বিএনপি সমর্থিতরা ৩টি কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছে। একটি কার্যনির্বাহী পদে সমান সংখ্যক ভোট হওয়ায় পূণরায় ভোটের সিদ্ধান্ত হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ব্যানারে সভাপতি পদে এডভোকেট মুসা মিয়া ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আমজাদ হোসেন বিজয়ী হয়েছে।

অপরদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের ভরাডুবি হয়েছে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল হক সরকার জানান, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে বিজয়ী হয়েছেন এডভোকেট মুসা মিয়া। তার প্রাপ্ত ভোট ৭৯টি। ঐক্য প্যানেলের এডভোকেট মুহা: ফকরুল ইসলাম পেয়েছেন ৭৬টি। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট আমজাদ হোসেন ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঐক্য প্যানেলের এডভোকেট আবুল কাশেম পেয়েছেন ৬৭টি ভোট।

এছাড়াও সহসভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এডভোকেট জহির উদ্দিন আহমেদ (৮০) ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মজিবর রহমান (৭৫), যুগ্ম সম্পাদক পদে এডভোকেট সুজিৎ কুমার চক্রবর্তী (৮৬), কোষাধ্যক্ষ পদে এডভোকেট আব্দুল মান্নান (৮৪), দপ্তর সম্পাদক পদে এডভোকেট এটিএম এরশাদুল হক চৌধুরী শাহীন (৮০), সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে এডভোকেট বকসী মজিানুর রহমান সাজু (৮৩), ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট আহসানুল নাসির চৌধুরী হেলাল (৮১) ও দপ্তর সম্পাদক পদে এডভোকেট আফতাব হোসেন মন্ডল (৮৫) এবং কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট তৌহিদুল ইসলাম রাসেল (৯০), এডভোকেট সাহেদুল হক বাচ্চু (৮৮), এডভোকেট কামরুজ্জামান মুন্সি রানা (৮২), এডভোকেট সাধন কুমার দেব (৮০) ও এডভোকেট ফাতেমা তুজ জোহরা কানিজ (৭৮) বিজয়ী হয়েছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজীয় হয়েছে ৩জন। এরা হলেন আমিনুর রহমান মুকুল (৮৫), নুরে আলম সিদ্দিকী (৮৪) ও মুহা: শফিকুল ইসলাম (৭৫)।

কার্যনির্বাহী অপর সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ.কে.এম মাসুদ রানা ও আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল মজিদ আকন্দ সমান সংখ্যক (৭২) ভোট পেয়েছেন। ফলাফল টাই হওয়ায় পূণ: তপশীল দিয়ে পূণরায় এই পদে ভোট গ্রহনের সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল হক সরকার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –