• শনিবার ০৩ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৬ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

সন্তান কোলে নিয়ে স্ত্রীর দাবিতে তরুণীর অনশন, লাপাত্তা প্রেমিক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪  

পঞ্চগড়ের বোদায় রহমান উদ্দীন রনি (২২) নামে এক যুবকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শিশু সন্তানকে নিয়ে অনশন শুরু করেছেন এক তরুণী।

রোববার দুপুর থেকে বোদা পৌর শহরের ধানহাটি এলাকায় ওই বাড়িতে অনশন করেন ভুক্তভোগী তরুণী। এ সময় রনির পরিবারের লোকজন তাকে মারধর করে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।

রহমান উদ্দীন রনি ধানহাটি এলাকার ব্যবসায়ী মীর হোসেনের ছেলে। রনি এবং ভুক্তভোগী তরুণী একই শ্রেণিতে পড়তেন।

বিকেলের দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৫ তলা বিশিষ্ট বাড়ির দ্বিতীয় তলায় শিশু সন্তানকে কোলে নিয়ে অনশন করছেন ভুক্তভোগী। এ সময় রনিদের বাড়ির মূল দরজা ভেতর থেকে আটকানো ছিল।

ভুক্তভোগী তরুণী জানান, একই শ্রেণিতে পড়ার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। একপর্যায়ে রনির প্রেম নিবেদনে সাড়া দেন। পরে রনি বাবা-মার অমতেই বিয়ে করেন তাকে। দুই বছর অতিবাহিত হলেও এই বিয়ে মানতে নারাজ রনির পরিবার। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তবে সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই লাপাত্তা হয়ে যান রনি। বন্ধ করে দেন সব যোগাযোগ।

তিনি আরো বলেন, সন্তান ভূমিষ্ঠের দেড় মাস আগে থেকেই রনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। আমি কূল-কিনারা না পেয়ে তার বাড়িতে এসেছি। এখানেও আমাকে হেনস্থা করেছে তার পরিবার। আমি ছোট বাচ্চাকে নিয়ে কই যাবো, আমি তো তার সঙ্গে সংসার করতে চাই।

বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুইপক্ষের কথা শুনে ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –