• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন ৭৯২ পরিবার

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জমি ও গৃহ প্রদানের কর্মসূচির ১ম পর্যায়ে ঠাকুরগাঁওয়ের মোট ৭৯২টি পরিবার বাড়ি পেলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই এই পরিবারগুলোর কাছে বাড়ির মালিকানা লাভের দলিলাদি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩৩৪টি পরিবারকে এই দলিলাদি ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক মুহা. সাদেক কুরাইশী, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলার পরিশদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনসহ সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ গৃহহীনরা।  


এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫ টি, রাণীশংকৈল উপজেলায় ৭০ টি, হরিপুর উপজেলায় ২৩৭ টি এবং পীরগঞ্জ উপজেলায় ৮৬ টি বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ ও জন প্রতিনিধিরা। মোট ৭৯২টি ঘর এর মধ্যে সদর উপজেলায় ১ টি ঘর ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং পীরগঞ্জে ১টি ও হরিপুরে ১টি ঘর ব্যক্তি কর্তৃক প্রস্তুত করে হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২শ ১৭ টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান আছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে বাড়ি পাওয়া ভূমিহীনদের মধ্যে আনন্দের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –