• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

রংপুরে মরা তিস্তার প্রাণ ফেরাতে খনন কাজ শুরু

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

মরা তিস্তা নদীর প্রাণ ফেরাতে রংপুরের বদরগঞ্জে খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে খনন কাজের উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২৩০ কিলোমিটার নদী খনন কাজ শুরু হয়। এরমধ্যে বদরগঞ্জ উপজেলায় ৩৮ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বদরগঞ্জ পৌরশহরের ওপর দিয়ে বয়ে যাওয়া মরা তিস্তার প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে ভরাট হয়ে রয়েছে। ফলে অধিকাংশ নদীর পাড় দখলে নেয় স্থানীয়রা। নদী খননের ফলে বৃষ্টির পানির ধারণ ক্ষমতা সংরক্ষণ করে পানির প্রবাহ বাড়াতে বিএডিএ-এর তত্ত্বাবধানে নদী খননের উদ্যোগ নেওয়া হয়। পানি সংরক্ষণ ও নদীর পানির প্রবাহ তৈরি হলে নদীর পার্শ্ববর্তী শত শত হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া যাবে বলে জানিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএডিএ)।

স্থানীয় বিএডিএ সূত্রে জানা যায়, ইতিমধ্যে নদী খননের উদ্দেশ্যে দুই পাড়ের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল, বিএডিএ এর প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খান, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ ও উচ্চতর উপ-সহকারি প্রকৌশলী এ কে এম ফজলুল হক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –