• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

গাইবান্ধায় ইউএনওর ফোন নাম্বার ক্লোন করে টাকা দাবি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসিয়াল ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলার সব প্রার্থী ও সাধারণ জনগণকে টাকা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৩ নভেম্বর) সকালে ইউএনও মোহাম্মদ আল-মারুফ তার মোবাইল নাম্বার ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে ইউএনওর নাম্বার থেকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নাজমুল চেয়ারম্যানকে ফোন দিয়ে নির্বাচন উপলক্ষে অর্থ চাওয়া হয়েছে এবং ওসিকে ম্যানেজ করার কথা বলা হয়।

ইউএনও মোহাম্মদ আল-মারুফ জানান, বামনডাঙ্গা ইউনিয়নের নাজমুল চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে জানান, আমার নাম্বার থেকে ফোন দিয়ে নির্বাচন উপলক্ষে অর্থ চাওয়া হয় এবং ওসিকে ম্যানেজ করা হয়েছে বলা হয়। তখন বুঝতে পারি আমার মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। তাৎক্ষণিক সবাইকে সচেতন করতে ফেসবুকে একটি পোস্ট করি।

তিনি আরও জানান, এছাড়াও সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতারণা শুরু করেছে একটি প্রতারক চক্র। এ ব্যাপারে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –