• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

জটিল রোগে আক্রান্ত হজযাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

প্রকাশিত: ২০ মে ২০২৪  

জটিল রোগে আক্রান্ত হজযাত্রীদের চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সঙ্গে নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত শনিবার গলফ নিউজের খবরে এমন তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের উদ্দেশে মন্ত্রণালয়ের করা এক এক্স পোস্টে বলা হয়েছে, আপনি এমন অসুস্থতায় ভুগছেন, যার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়, নির্দিষ্ট ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি যাত্রার সুবিধার্থে চিকিৎসা নথিপত্র আনতে ভুলবেন না। 

মন্ত্রণালয় বলেছে, বিদেশিদের আসার আগে নিসেরিয়া মেনিনজিটিডিস ভ্যাকসিন নিতে হবে এবং নিজ নিজ দেশ থেকে একটি ছাড়পত্র নিতে হবে। হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে তাদের অবশ্যই পোলিও, কোভিড-১৯ এবং মৌসুমী ফ্লুর টিকা নিতে হবে।

এদিকে, স্থানীয় হজযাত্রীদের কোভিড-১৯, সিজনাল ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস টিকাসহ হজ সংক্রান্ত টিকা সম্পূর্ণ করতে হবে। 

হজ মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে টিকা পাওয়া যায় এবং সৌদির পবিত্র শহর মক্কায় আগমনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সেহাতি অ্যাপে বাধ্যতামূলক নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন হলো বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসতে শুরু করেছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে হজের কার্যক্রম শুরু হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –