• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, যুদ্ধকালীন কম্পানি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. তুরাব হোসেন বলেন, সারাদেশের ন্যায় দেবীগঞ্জে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে ৫টি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং সেবা প্রদান করা হবে। এছাড়া আগামীকাল ভূমি সংক্রান্ত জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –