• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ১ জুলাই ২০২২  

রংপুরে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর নগরীর তাজহাট রাধাগোপীনাথ জিউ মন্দিরের (ইসকন) আয়োজনে নগরীর পালপাড়া মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় উপিস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপর জেলা কমিটির সভাপতি অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য, সহ-সভাপতি রত্না ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপর মহানগর কমিটির সভাপতি হারাধন ধন রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত রায়।

আরও উপস্থিত ছিলন তাজহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির কমিটির সহ-সভাপতি শ্রীমান গিরিধারী গোবিন্দ, রংপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম কৃষ্ণ সোমানী, সাধারণ সম্পাদক স্বপন রায়, রংপুর মহানগর  হিন্দ, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত সরকার। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশ কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রীৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –