• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৪৬) নামে এক মুরগি খামারির মৃত্যু ঘটেছে। বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর রামরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

স্থানীয়রা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুরগি খামারি মতিয়ার রহমানের খামারে গত কয়েকদিন ধরে শিয়ালের উৎপাত বেড়ে যায়। এতে তিনি শিয়াল থেকে রক্ষা পেতে খামারের চারদিকে জিআই তারে বিদ্যুৎসংযোগ দিয়ে রাখেন। 

বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে প্রবেশকালে তিনি ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের গর্তে পড়ে যান। পরে স্থানীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত মতিয়ার রহমান মুরগির খামারীর পাশাপাশি স্থানীয়ভাবে গ্রাম্য কবিরাজি চিকিৎসাও করতেন বলে জানা গেছে। 

এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –