• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি টাকা বিতরণ শুরু

প্রকাশিত: ৮ জুলাই ২০২২  

কুড়িগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের ঘর মেরামত, গৃহস্থালি সামগ্রী ও শিক্ষা উপকরণ কেনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত দেড় কোটি টাকা বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (০৮ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে ১৫টি নদী ভাঙন কবলিত পরিবারকে ১০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফিজানুর রহমান, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই টাকায় বন্যায় ভেঙে যাওয়া ঘর মেরামত, স্কুল পড়ুয়া ছেলে-মেয়ের জন্য শিক্ষা উপকরণ ক্রয়, ব্যবহার্য গৃহস্থালি উপকরণ কিনে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারবেন। দিনমজুর, দরিদ্র কৃষক, কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক, বয়স্ক প্রতিবন্ধী, রিকশাচালক, নাপিত, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ফেরিওয়ালাসহ স্বল্প আয়ের মানুষ এই সুবিধা পাবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –