• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

গাইবান্ধায় হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশায় জন্ম নিল সন্তান

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২  

গাইবান্ধায় হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশায় জন্ম নিল সন্তান          
গাইবান্ধায় হাসপাতালে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় ফুটফুটে সন্তান প্রসব করেছেন সালমা বেগম নামে ২৪ বছর বয়সী এক নারী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রসূতি সালমা গাইবান্ধা সদর উপজেলার বেড়াদাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে বাবার বাড়িতে সালমার প্রসবব্যথা ওঠে। পরে তাকে একটি অটোরিকশায় করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিচ্ছিলেন পরিবারের লোকজন। সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশাটি জেলা শহরের কাচারি বাজার এলাকায় পৌঁছালে তার ব্যথা বাড়তে থাকে। পরে অটোরিকশার ভেতরেই একটি কন্যা সন্তান জন্ম দেন সালমা।

প্রত্যক্ষদর্শী জোবাইদুল ইসলাম বলেন, হঠাৎ ডিবি রোডের দ্য গোলাম টেইলার্সের সামনে আসে একটি অটোরিকশা। এ সময় আশপাশের লোকজন ভিড় করলে অটোরিকশাটি রাস্তার পাশে নিয়ে কাপড় দিয়ে পর্দা করে দেন স্বজনরা। সেখানেই সন্তান জন্ম দেন সালমা। পরে নবজাতকসহ তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –