• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে পুলিশ সুপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ফোরাম, পুজা উদযাপন পরিষদ ও হিন্দু -বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপারে আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস আপস) সাইফুল ইসলাম, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ডাব্লু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু প্রামানিক, সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবতী ও মহিল ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবতী, ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক, ডিবি ওসি খ. মো. আখেরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী, সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায় প্রমূখ।

নীলফামারী জেলাকে নিরাপদ জেলা ও হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান শারর্দীয় দূর্গাপুজা উদযাপনে কোন অপ্রতিকার ঘটনা যেন না ঘটে সে বিষয়  সবার সহযোগিতা কামনা করে সন্ত্রাস, চুরি, জুয়া, মাদক মুক্ত করার ঘোষণা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –