• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

দিনাজপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু                        
দিনাজপুরে বজ্রপাতে এক নারী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দিনাজপুর সদরে বজ্রপাতে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ায় এক নারী সুশীলা দেবী (৬৫) ও বীরগঞ্জে বজ্রপাতে এক কৃষক অমিত্র রায় (৩৫) মারা গেছে।

দিনাজপুরের কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ বজ্রপাতের ঘটনায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ায় সুশীলা দেবী নামক এক নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন ,দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ি মহাষষ্ঠী পলিপাড়া গ্রামের এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। একই সময় একটি গরু নিয়ে সুশীলা দেবী বাড়ি ফেরার পথে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে গরুটি মৃত্যু হয়।  সেই গরুটা বাঁচাতে গিয়ে সুশীলা দেবীও বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

জেলা বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন,  বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় শিবরামপুর আশ্রমপাড়ায় চৈতন্য রায়ের ছেলে অমিত্র রায় বাড়ির পাশে ধান ক্ষেতে রাসায়নিক সার ছিটানোর সময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,  এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –