• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

চিলমারীতে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে অপরিকল্পিত ভাবে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের  প্রতিবাদে  এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ থেকে নদীতীরবর্তী ও ভাঙনের স্বীকার স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে বিক্ষোভ মিছিল শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত চিলমারীর বিভিন্ন স্থানে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন ও যত্রতত্র বালুর স্তূপ দিয়ে ব্যবসা করছে যা পরিবেশের জন্য ক্ষতিকর।

বক্তব্যরা আরো বলেন, এইসব অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ করা জরুরি। এইসব বালু ব্যবসা বন্ধ না হলে আবাদী জমি রক্ষা করা যাবেনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –