• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচনে জয়ী হলে রংপুর সিটিতে কর্মসংস্থান সৃষ্টি করব: ডালিয়া

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২  

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জয়ী হলে পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি নগরীর বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নগরীর জমচওড়া, ময়না কুঠি, চওড়ার হাট এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ডালিয়া বলেন, সরকার দলীয় মেয়র না থাকায় রংপুর সিটিবাসী উন্নয়ন থেকে অনেক পিছিয়ে। এবার তাই নগরবাসী উন্নয়নের স্বার্থে এক জোট হয়েছেন নৌকা মার্কার জন্য। 

তিনি আরও বলেন, গণসংযোগে গিয়ে নগরবাসীর ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী ২৭ ডিসেম্বর রংপুরবাসী বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কাকে বিজয়ী করবেন।

গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, শামীম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুল হক ময়না, যুব ও ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চাঁদ, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ স্থানীয় ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিকেলে নগরীর তাজহাট, লালবাগ, দর্শনা ও ফতেহপুর এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –