• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে জেলা পুলিশের জনসচেতনতামূলক র‍্যালি

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও সুসজ্জিত র‌্যালি বের করা হয়েছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। এসময় মাইকে প্রচারণা, পথচারী ও দোকানঘরগুলোতে লিফলেট বিতরণ ও ফকার মেশিন দিয়ে নোংরা ডাস্টবিনসহ অপরিচ্ছন্ন জায়গায় মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –