• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

জনজীবনে অবরোধের প্রভাব পড়েনি রংপুরে

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩  

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রংপুর জেলা ও এর বিভিন্ন উপজেলায় জনজীবনে অবরোধের কোন প্রভাব পড়েনি। 

রংপুর বাস টার্মিনাল, প্রাইম মেডিকেল সুলতান মোড়, কামারপাড়া ঢাকা বাস স্ট্যান্ড এখন পর্যন্ত অবরোধের পক্ষে কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া, সিএনজি, অটো রিক্সা, ভ্যান চলাচল ও স্থানীয় মানুষের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –