• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বিশ্বে আরো বাড়ল সোনার দাম

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪  

একদিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম আরো বেড়েছে। মূলত ডলারের দাম কমায় সোনার দাম আরো কিছটা ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় সেফ হ্যাভেনে চাহিদা বেড়েছে।

শুক্রবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ২৬ দশমিক ২০ ডলার হয়েছে। মার্কিন গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬ দশমিক ১০ ডলার হয়েছে।

কোয়ান্টিটেটিভ কমোডিটি রিসার্চ বিশ্লেষক পিটার ফার্টিগ বলেন, এই সপ্তাহে মার্কিন ডলারের সূচক কিছুটা কমেছে। এটি সোনার দাম সামান্য বাড়ার অন্যতম কারণ।

গত দুই মাসের মধ্যে ডলারের দাম নিম্নমুখী। ফলে সোনা কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের কম খরচ করতে হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –