• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে: পাটমন্ত্রী

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪  

ভারত ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ নিলেও টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। 

টাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাও করেছি। দুটি দেশে জিআই থাকতে পারে না। সরকারের এ ব্যাপারে আপিলের পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা রাতের বেলায় যখন আমরা অনলাইনে পেয়েছি, পরের দিন ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদফতরকে নিয়ে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের কর্মতৎপরতার কারণে ঐদিন সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছে।

জাহাঙ্গীর কবির নানক আশ্বাস দিয়ে বলেন, আসলে আমাদের এটি আগেই নেয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। আমাদের যেমন নেয়া উচিত ছিল, জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিতে পারেননি।

তিনি বলেন, এখন যেখানে যে ব্যবস্থা নেয়া দরকার আমরা নিচ্ছি। এটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা করবো

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –