• বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে ১ বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪  

দিনাজপুরের পার্বতীপুরে গলায় মাফলার পেঁচিয়ে মফিজ উদ্দীন (৬০) নামে ১ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মফিজ উদ্দীন একই এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর যাবৎ প্রাইভেট পড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন মফিজ উদ্দীন। কিছুদিন যাবৎ অর্থনৈতিক অবস্থার অবনতি হলে বিষাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। ঋনের চিন্তায় পরিবারের সদস্যদের সঙ্গে ঠিক মতো কথাও বলতেন না বলে জানান স্ত্রী রুবিনা বেগম।

রুবিনা বেগম আরো জানান, রাত ৮ টার পর বাড়িতে কেউ না থাকায় প্রধান ফটকের সামনের গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে মফিজ উদ্দীন। পরিবারের লোকজন বাড়িতে এসে ডাকা ডাকি করেও সাড়া না পেয়ে লাইট জ্বালালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান। তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –