• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঈদে এক লক্ষ তিনশত মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

ঈদে এক লক্ষ তিনশত মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার             
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক লক্ষ তিনশত মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

গতকাল রোববার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপ প্রধান তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের ৬৪টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩ টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে সর্বমোট ১ লক্ষ ৩শত ৩০ দশমিক ৫৪০মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার । 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ সন্ধ্যায় এ বরাদ্দ প্রদান করা হয়। একই সাথে দু:স্হ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে বলা হয়েছে ।

তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –