• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

‘ঠাণ্ডা জায়গায় বসে চা-কফি খেয়ে বক্তৃতা দিলে মানুষ মানবে না’

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা গায়ের জোরে ক্ষমতা দখল করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। জনগণের মাঝে গিয়ে জনগণের ভাষায় কথা বলতে হবে। ঠাণ্ডা জায়গায় বসে চা-কফি খেয়ে বক্তৃতা দিলে মানুষ মানবে না।

বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরেই। আজ একটি চক্র সেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ঐক্যবদ্ধ না হলে গত ১৪ বছরে শেখ হাসিনা যা করেছেন, কিছুই থাকবে না। ঘরে ঘরে বিদ্যুৎ, জায়গায় জায়গায় স্কুল, শত শত রাস্তা, ব্রিজ, খাল। দেশের মানুষের জন্য কী করেননি শেখ হাসিনা? সবক্ষেত্রে আওয়ামী লীগ সরকার চরম উৎকর্ষ সাধন করেছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা গ্রামবান্ধব মানুষ। তিনি দেশের দরিদ্র, চাষিদের অগ্রাধিকার দেন। আমি তার কাছে যখনই কোনো প্রকল্পের কাজের কাগজপত্র নিয়ে যাই তিনি দেশের শ্রমিক, কৃষক ও তাদের সন্তানদের লাভ-লোকসানের বিষয়টি আগে দেখেন। গ্রামের প্রতি প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা। 

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার আবদুল মান্নান, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –