• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

হয়রানি বন্ধে কাজ করছে মানবাধিকার কমিশন: নাছিমা বেগম

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

হয়রানি বন্ধে কাজ করছে মানবাধিকার কমিশন: নাছিমা বেগম             
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করতে চাই। মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন সব সময় কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাছিমা বেগম বলেন, মানবাধিকার রক্ষায় সব জেলায় এ বিষয়ক কমিটি রয়েছে। মানবাধিকারের নাম ভাঙ্গিয়ে অনেকে অবৈধ কাজ করে। দেশের আইনে বিচার-সালিশ করার অধিকার কোনো মানবাধিকার সংগঠনকে দেওয়া হয়নি। তা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান তা করে। চাকরির মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে তারা তরুণদের প্রতারিত করে। প্রকৃতপক্ষে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এই কাজ শেষ হলে জানা যাবে কোন প্রতিষ্ঠান কোথায় কাজ করছে।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মো. মাহবুব হাসান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বক্তৃতা করেন। 

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –