• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

শিশু অধিকার রক্ষায় ক্রস সেক্টর বডি গঠন জরুরি: ডেপুটি স্পিকার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২  

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, শিশু অধিকার রক্ষায় একটি ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশুদের সব সমস্যার সমাধান করতে হবে।

রোববার জাতীয় সংসদের এলডি হলে ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্ক্যান বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, আজ যে শিশুটি জন্মগ্রহণ করছে সে রাষ্ট্রের মালিক। সুতরাং সেই শিশুটি পথে থাকতে পারে না। তাকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জনসংখ্যার সঙ্গে সঙ্গে ভাসমান শিশুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এদের সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুল কায়সার, সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদউল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিফতরের স্বাস্থ্য শাখার যুগ্ম মহা-পরিদর্শক মো. মতিউর রহমান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এফ এম গোলাম শরফুদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলম, নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –