• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্কুলে যাওয়ার পথে ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকার

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

নীলফামারী সদরে স্কুলে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির ছাত্র ফেরদৌস হোসেন বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাসুদ রহমান মাসুম নামে এক যুবকের নামে মামলা করেছেন ভুক্তভোগীর চাচা।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আবদুর রউপ। এর আগে একই দিন সকালে মামলা  করা হয়। তবে পলাতক রয়েছেন আসামি মাসুদ। মাসুদ একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

লক্ষ্মীচাপ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সদরের টুপামারী ইউনিয়নে স্কুলে যাচ্ছিল ফেরদৌস। ওই সময় পথে তাকে ডাকেন মাসুদ। পরে তাকে বাঁশঝাড়ে নিয়ে বলাৎকার করেন তিনি। এ ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। 

এদিকে, ফেরদৌস বাড়ি ফিরে অসুস্থ হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

নীলফামারী জেনারেল হাসপাতালে আরএমও ডা. আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার রাত থেকে ছেলেটির চিকিৎসা চলছে। তাকে বলাৎকারের প্রাথমিক সত্যতা পেয়েছি।

সদর থানার ওসি আব্দুর রউপ জানান, এ ঘটনায় রোববার সকালে মামলা করেছে ভুক্তভোগীর চাচা। আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –