• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত                    
নানা আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক।’ এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন চত্বরে ্এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসন হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, একুশে পদক প্রাপ্ত অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএকএম সামিউল হক নান্টু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

 আলোচনা সভা শেষে তথ্য অফিকার বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –