• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দুই সন্তানের দাফন সম্পন্ন, লাশ দেখতে দেওয়া হলো না মাকে

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

দিনাজপুরের বিরল উপজেলায় বাবার দেওয়া বিষে নিহত দুই শিশু সন্তানের লাশ মাকে দেখতে দেয়নি এলাকাবাসী। শনিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী নিহত দুই শিশুর বাবা ও মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।  

এ দিকে গ্রেফতার হওয়া বাবা শরিফুল ইসলামের বিরুদ্ধে শিশু দুটির মা কুলসুম বানু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শনিবার দুপুর ২টায় জানাজা শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে শিশু রিমন ও ইমরানের দাফন সম্পন্ন করা হয়। এর আগে শনিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে দুই শিশুর ময়নাতদন্ত শেষ হয়।

দুপুরে নিহত দুই শিশুর লাশ দেখতে গেলে  মা কুলসুম বানু কে  স্থানীয়রা তাকে তাড়িয়ে দেন। একপর্যায়ে নিরাপত্তার জন্য কুলসুম প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। শেষ পর্যন্ত এলাবাসী তাকে সন্তানদের লাশ দেখতে না দিয়ে দাফনকাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণেই আজ বাচ্চা দুটিকে মেরে ফেলা হলো। দুইটা বাচ্চাকে হত্যার পেছনে স্বামী-স্ত্রী দুজনই জড়িত। তাদের দুজনের বিচার হওয়া উচিত। তবে এ বিষয়ে কুলসুম বানু কোনো বক্তব্য দিতে রাজি হননি।  

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বলেন, দুই শিশুকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত একমাত্র আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে শুক্রবার রাতেই কুলসুম বানু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

কিছুদিন ধরে শরিফুল ইসলামের সঙ্গে কুলসুমের দাম্পত্যকলহ চলে আসছিল। তিন মাস আগে স্বামী-সন্তান রেখে তিনি ঢাকায় গার্মেন্টে চাকরি নেন। ১০-১৫ দিন আগে শরিফুল স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ঢাকায় গেলে কুলসুম তাকে তালাকনামা ধরিয়ে দেন। গত বৃহস্পতিবার বাড়ি ফিরে শরিফুল রাতের কোনো একসময় সন্তানদের বিষ খাইয়ে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার সকালে শরিফুল বাড়িতে ফোন দিয়ে সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেছেন বলে জানান। পরে স্বজনরা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –