• সোমবার   ১৯ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৫ ১৪২৯

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
মানুষ যেন বিচারহীনতার শিকার না হয়: প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা ঝুঁকি নেই, সবাই নিরাপদ: ওবায়দুল কাদের প্রকৃত দেশপ্রেমিকরা কখনও দুর্নীতিগ্রস্ত হতে পারে না বৃহৎ দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহাফিল

নবাবগঞ্জে মাদকসহ ৮ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২  

দিনাজপুরের নবাবগঞ্জে ইয়াবাসহ হেলাল উদ্দিন (৫৫) নামে আট মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০০ ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় অর্ধলাখ টাকা। গ্রেফতার হেলাল উদ্দিন উপজেলার দাউদপুর ইউপির ধরঞ্জি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

এ ঘটনায় নবাবগঞ্জ থানার এসআই মাহামুদুন্নবী বাদী হয়ে হেলালের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন, গ্রেফতার আসামিকে সোমবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শুধু নবাবগঞ্জ থানায় মাদকের আটটি মামলা চলমান। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –