• সোমবার   ১৯ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৫ ১৪২৯

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
মানুষ যেন বিচারহীনতার শিকার না হয়: প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা ঝুঁকি নেই, সবাই নিরাপদ: ওবায়দুল কাদের প্রকৃত দেশপ্রেমিকরা কখনও দুর্নীতিগ্রস্ত হতে পারে না বৃহৎ দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহাফিল

লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তদের উল্লাস ও আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তদের উল্লাস ও আনন্দ শোভাযাত্রা                  
উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন ভক্তরা,দীর্ঘ ৩৬ বছরের প্রতিক্ষার পর কাতার বিশ্বকাপে ফাইনালে পছন্দের আর্জেন্টিনা দল কাপ পেয়েছে। দীর্ঘ সময়ে এই অর্জনে লালমনিরহাটের আর্জেন্টাইন ভক্তরা উল্লাস করেছেন।

সোমবার বিকেলে লালমনিরহাট পৌরসভা চত্ত্বর থেকে আর্জেন্টাইন ভক্ত মেয়র, তার পরিবার ও সাধারন মানুষ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।সমর্থকেরা আর্জেন্টিনা দলের আকাশী সাদা রঙের জার্সি গায়ে দিয়ে পিকআপ ও মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আবার ও মিলিত হয়। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা জনতা হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানান।

আয়োজক কমিটির আহবায়ক পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন,সেই ছোট বেলা থেকে তিনি আর্জেন্টিনা দলের ভক্ত।তিনি সমর্থকদের আরও  উজ্জ্বীবিত করতে এ শোভাযাত্রাটি বের করেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন আর্জেন্টিনা দলকে সমর্থন  দিয়ে যাবেন।

শোভাযাত্রায় আর্জেন্টিনার পতাকা হাতে জার্সি পরে ঢোল বাজিয়ে আনন্দ-উল্লাস করেন শতাধিক আর্জেন্টাইন সমর্থক।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –