• বৃহস্পতিবার   ২২ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৭ ১৪২৯

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
১০০ সড়ক-মহাসড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার: প্রধানমন্ত্রী রাষ্ট্র নয়, বিএনপির মেরামত দরকার: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কাউনিয়ায় ৫ হাজার হতদরিদ্রকে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান সরকারদলীয় জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন হয়নি: ডালিয়া বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা করেছে: শাজাহান খান

রংপুরে নৈশকোচের চাপায় সড়কে ঝরল ৫ জনের প্রাণ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

রংপুরে নৈশকোচের চাপায় সড়কে ঝরল ৫ জনের প্রাণ                            
রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার খিয়ারির জুম্মা এলাকায় নৈশকোচের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে চারজন ও চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রংপুরের তারাগঞ্জ উপজেলার বানিয়াপড়া এলাকার আজাহার আলী, খাদেমুল ও বাঙ্গালিপুর এলাকার ডাকাইয়া।

পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সোমবার রাত পৌনে ৭টার দিকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে রংপুর-দিনাজপুর সড়কের উপজেলার খেয়ারির জুম্মা যাচ্ছিল। এ সময় সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি নৈশকোচ অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে ভর্তির পর আরো একজনের মৃত্যু হয়।

ওসি মোস্তাফিজার রহমান আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা চালকসহ একটি অ্যাম্বুলেন্স আটক করে থানায় দিয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –