• সোমবার   ১৯ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৫ ১৪২৯

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
মানুষ যেন বিচারহীনতার শিকার না হয়: প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা ঝুঁকি নেই, সবাই নিরাপদ: ওবায়দুল কাদের প্রকৃত দেশপ্রেমিকরা কখনও দুর্নীতিগ্রস্ত হতে পারে না বৃহৎ দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহাফিল

নীলফামারীতে পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

নীলফামারীতে পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ             
নীলফমারীতে দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতি। সোমবার(১৯ ডিসেম্বর) দুপুরে শহরের মমতাজমহল সড়কে অবস্থিত পৌর হাজী কল্যাণ সমিতি কার্যালয়ে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান।

সভাপতিত্ব করেন পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক  মোসলেম উদ্দিন, সদস্য মো. মজিবর রহমান প্রমুখ। 

পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান জানান, প্রতি বছরের মতো নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে পৌর শহরের দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে সাড়ে চারশত পিস কম্বল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দরিদ্র পরিবারের নয়জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে তিন হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –