• সোমবার   ১৯ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৫ ১৪২৯

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
মানুষ যেন বিচারহীনতার শিকার না হয়: প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা ঝুঁকি নেই, সবাই নিরাপদ: ওবায়দুল কাদের প্রকৃত দেশপ্রেমিকরা কখনও দুর্নীতিগ্রস্ত হতে পারে না বৃহৎ দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহাফিল

বিএনপি কি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

বিএনপি কি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর          
বিএনপি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায় কিনা প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, দেশকে তারা জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় কি না সেটিই হচ্ছে আমার প্রশ্ন। 

মন্ত্রী সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সভায় সংগঠনের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন। 

ড. হাছান বলেন, আজকে দেশ যে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত বিশ্ব নেতারা সেটির প্রশংসা করছে। 

তিনি বলেন, ক’দিন আগে বিশ্ব ব্যাংকের এ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এই সংকটময় পরিস্থিতিতেও  এবং করোনাকালে বাংলাদেশ যেভাবে উন্নয়ন-অগ্রগতি করেছে, এটি অন্য দেশের জন্য উদাহরণ। যাদের জন্ম আসলে অগণতান্ত্রিকভাবে, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে, তখন মানুষ ভাবে তারা আবার মার্শাল ডেমোক্রেসিই আনতে চান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –