• সোমবার   ১৯ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৫ ১৪২৯

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
মানুষ যেন বিচারহীনতার শিকার না হয়: প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা ঝুঁকি নেই, সবাই নিরাপদ: ওবায়দুল কাদের প্রকৃত দেশপ্রেমিকরা কখনও দুর্নীতিগ্রস্ত হতে পারে না বৃহৎ দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহাফিল

জনশক্তি রফতানি নিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

জনশক্তি রফতানি নিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি            
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির জন্য ক্রোয়েশিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল) এর মাধ্যমে রোমানিয়া যাওয়ার উদ্দেশে ১০২ জনের মধ্যে ৩০ জন কর্মীর বিদায় উপলক্ষে সোমবার রাজধানীতে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার এবং ইউরোপে শ্রম অভিবাসনের হার প্রতিনিয়ত বাড়ছে।

তিনি বলেন, বিওইএসএল-এর মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি মনোযোগ দিয়ে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন এবং মন্ত্রণালয়, বিওইএসএল এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –