• বৃহস্পতিবার   ২২ ডিসেম্বর ২০২২ ||

  • পৌষ ৭ ১৪২৯

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
১০০ সড়ক-মহাসড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার: প্রধানমন্ত্রী রাষ্ট্র নয়, বিএনপির মেরামত দরকার: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কাউনিয়ায় ৫ হাজার হতদরিদ্রকে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান সরকারদলীয় জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন হয়নি: ডালিয়া বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা করেছে: শাজাহান খান

কুড়িগ্রামে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

কুড়িগ্রামে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা                         
কুড়িগ্রাম সদর উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির এক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে। সোমবার দুপুরে এ অনুষ্ঠানে পুষ্টি ও সুশাসন বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দীন আহমেদ মঞ্জু।

এসময় পুষ্টি কর্ম-পরিকল্পনা অনুযায়ী পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান। 

অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলার অনলাইন পোর্টালের এর মাধ্যমে মনিটরিং সিষ্টেম নিয়ে এসময় অন্যদের মধ্যে আলোচনা করেন SONGO প্রকল্প Cordaid  স্থানীয় কনসালটেন্ট মো. নাজমুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইসম তারা, উপজেলার প্রাণি সম্পদ অফিসার ডা. এ. কে. এম আল নুমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডা. এ. এম. তানভীর সাদাত, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ও উপ জনস্বাস্থ্য প্রকৈাশলী আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –