• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর এলাকার লোকালয়ে ঘুরছে একটি হনুমান। কয়েক দিন ধরে বড় আকারের এই হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে ঘোরাফেরা করছে এটি।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের শিববাটি মন্দিরের পাকুড় গাছে হনুমানটি উঠলে এলাকাবাসীর নজরে আসে।

বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন। তবে যাদের বাড়ির ছাদে অবস্থান করছে তারা রয়েছেন আতংকে।

উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া মোবাইল টাওয়ার, গোবিন্দগঞ্জ ডাকবাংলো, গোবিন্দগঞ্জ গরুহাটিতে হনুমান ও বানর চলাফেরা করতে দেখা গেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা বেলাল হোসেন বলেন, হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আপনা-আপনি তার স্থানে ফিরে যাবে। তবে বন্যপ্রাণীটি থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –