• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

টিসিবির পণ্যে স্বস্তির হাসি

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশ চড়া। নিম্নমধ্যবিত্তরা চাইলেও অনেক কিছু কিনতে পারেন না। ঊর্ধ্বগতির এ বাজারে স্বল্পমূল্যে পণ্য পেয়ে হাসি ফোটে অনেকের ‍মুখে। টিসিবির পণ্য কিনতে পেরে ৬২ বছরের হরিপদ দাসও মহাখুশি।

হরিপদ দাসের মতো ব্রাহ্মণবাড়িয়ার আরো অনেকের মুখে হাসি ফুটিয়েছে টিসিবির এ পণ্য। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের কালভৈরব মন্দিরের সামনে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।

কার্ডধারী নিম্নআয়ের মানুষরা দুই কেজি করে মশুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি চিনি পাচ্ছেন। এখানে মশুর ডালের কেজি ৬৫, সয়াবিন তেলের লিটার ১১০ ও চিনি ৫৫ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।

টিসিবির পণ্য হাতে রহমত মিয়া বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি। এখানে স্বল্পমূল্যে তেল, চিনি ও ডাল পেয়ে আমরা খুশি।

কুতুব মিয়া, রোজিনা বেগম বলেন, সরকার আমাদের কথা ভেবে এসব তেল, ডাল ও চিনি স্বল্পমূল্যে বিক্রি করছেন। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন বলেন, সদর উপজেলার নিম্নআয়ের মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্নআয়ের কার্ডধারীর কাছে এ পণ্য বিক্রি করা হবে। রোববার পৌর শহরের কালভৈরব, কারখানাঘাট, দক্ষিণ পৈরতলা সরকারি স্কুল মাঠ, কাজিপাড়া ঈদগাহ মাঠ, তোফায়েল আজম কিন্ডারগার্টেন ও ভাদুঘর বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –