• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বৌভাতের দাওয়াত খেয়ে কনেপক্ষের ১১ জন হাসপাতালে

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

নীলফামারীর জলঢাকায় বৌভাতের দাওয়াত খাওয়ার পর কনে পক্ষের অন্তত ১৭ জন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে অসুস্থদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, দুদিন আগে পশ্চিম বালাগ্রাম ক্লাবের পাড় এলাকার আমজাদুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার শালনগ্রামের ডাল্লি মিয়ার ছেলের। রীতি অনুযায়ী বিয়ের পরবর্তী অনুষ্ঠান (বৌভাতে) মেয়েকে আনতে গিয়েছিল কনে পক্ষের লোকজন। সেখানে দাওয়াত খাওয়ার পর ১৭ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক ভাবে চিকিৎসা হিসেবে স্যালাইন দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাওনুল কবীর বলেন, রাতে ১১ জন নারী-পুরুষ খাদ্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। স্বজনদের থেকে প্রাথমিকভাবে জানা গেছে তারা কোনো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –