• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

জনগণ অংশ নিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েকটি দল ভোটে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটি সংবিধান বা অন্য কোথাও লেখা নেই। জনগণ অংশ নিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টি বিরোধী দলে থেকে নির্বাচন করবে কি না- জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, দলটি স্বাধীনভাবে নির্বাচন করছে। কোনো কোনো আসনে তারা আমাদের সঙ্গে সমঝোতা করতে চায়। বাংলাদেশের রাজনীতিতে সবসময় এমনটা হয়ে আসছে। সমঝোতার ক্ষেত্রে কে নির্বাচিত হওয়ার যোগ্য, সেটি বিবেচ্য হবে।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কাছে আমরা প্রশ্ন- এ দলটি আপনারা কেন করেন? যেই দল আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচনও করতে দেয় না। বিএনপি করলে ইউপি চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন করতে পারবেন না। আপনারা দলটি করেন কেন? আজ তাদের কম্বলের তলা থেকে সবাই পালিয়ে যাচ্ছেন। রিজভীরা পরে দেখবেন, তারা কয়েকজন ছাড়া আর কেউ নেই, পৃথিবী ছোট হয়ে আসছে।

শরিকদের কতগুলো আসন আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে? সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের নির্বাচিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ছাড় দেবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –