• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার। তবে বাসাবাড়ি ও পরিবহন খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়েনি৷

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাসের  দাম বাড়ানোর তথ্য জানানো হয়।

ফেব্রুয়ারি থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে।

বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে (সরকারি, আইপিপি ও রেন্টাল) ব্যবহার করা প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা। আর ক্যাপটিভ বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা ৭৫ পয়সা।

গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে। তবে পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়বে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –