• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহী রাশিয়া: পাটমন্ত্রী

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪  

বাংলাদেশে উৎপাদিত পাট ও পাটজাত পণ্য রাশিয়ায় বাজার ধরতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার সকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ নিয়ে আলোচনা করেন তারা। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, রাশিয়ার পাটের বাজার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। দুি দেশের ব্যবসায়ীদের আসা-যাওয়া ও মতবিনিময়ের মাধ্যমে এক্ষেত্রে অগ্রগতি হতে পারে।

বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের কারণে অনেক পশ্চিমা দেশ রাশিয়ায় তৈরি পোশাক রফতানি থেকে সরে গেছে। ফলে রাশিয়া এখন বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহী। 

ভারতকে টপকে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী দেশ। পাট খাতের বৈশ্বিক রফতানি আয়ের ৭২ শতাংশ এখন বাংলাদেশের দখলে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –